কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় ‘ভাটেরা জেনারেল হাসপাতাল’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সাবেক সচিব ও রাষ্ট্রদূত, বিশিষ্ট কবি সাহিত্যিক এএইচ মোফাজ্জল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন।
সাবেক সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে এবং সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আহমদ আল আমিন ও ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিছবাউর রহমানের যৌথ পরিচালনায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ আক্তারুজ্জামান, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদ এনাম ও সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান করিম, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের ভাটেরিয়ান সমিতির আহবায়ক মো. লুৎফুর রহমান।
মন্তব্য করুন