ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে-জিকে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ১১:৪০ অপরাহ্ন /
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে-জিকে গউছ
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ।।
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ তারেক রহমানের মার্কা, ধানের শীষ বিএনপির মার্কা, ধানের শীষ উন্নয়নের মার্কা, ধানের শীষ মানুষের আস্থা ও বিশ্বাসের মার্কা। তাই দেশের মানুষ পিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি  মঙ্গলবার(৯ ডিসেম্বর)  বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। হাজী মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুল মন্নাফ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সহ সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস মানিক প্রমূখ।