শিশুখাদ্যে পোকা, বড়লেখায় পিউরিয়া ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১৪ অপরাহ্ন /
শিশুখাদ্যে পোকা, বড়লেখায় পিউরিয়া ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় শিশু খাদ্যের প্যাকেট থেকে পোকা ওঠার অভিযোগে স্থানীয় প্রতিষ্ঠান পিউরিয়া ফুড প্রোডাক্ট লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।ঘটনার সূত্রপাত হয় যখন বড়লেখা পৌরশহরের এক ক্রেতা শিশুখাদ্য কিনে খুলতেই প্যাকেটের মধ্যে পোকা দেখতে পান। পরে তিনি সরাসরি প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের একটি দল প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে উৎপাদন লাইন, কাঁচামাল সংরক্ষণ এবং প্যাকেটজাত খাবারের মান পরীক্ষা করে।

অভিযানের সময় শিশুখাদ্যের প্যাকেটের ভেতরে পোকা, অপর্যাপ্ত স্যানিটেশন, নোংরা পরিবেশে উৎপাদন এবং সংরক্ষণে গুরুতর ঘাটতির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ভোক্তার নিরাপত্তায় প্রতিষ্ঠানটির উদাসীনতাও উঠে আসে তদন্তে। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, “শিশুদের খাবারের মতো সংবেদনশীল পণ্যে এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।”