হবিগঞ্জে আইন শৃঙ্খলা তদারকিতে মাঠে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা তদারকিতে মাঠে হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। শনিবার (৬ ডিসেম্বর) জেলার হবিগঞ্জ সদর মডেল থানা, কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ি, লাখাই থানা এবং স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার ।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানাসমূহের সকল অফিসার ও ফোর্সের খোঁজ-খবর নেন এবং তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় থানার রেজিস্টার, মালখানা, সেল, তদন্ত কার্যক্রম ও সার্বিক শৃঙ্খলা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে রোলকলের মাধ্যমে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা তদন্তে গতি বৃদ্ধি ও জনসাধারণের সাথে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পুলিশ সুপার জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :