
কুলাউড়া প্রতিনিধি
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে লালদিয়া পানগাঁও টার্মিনাল ইজারাচুক্তি বাতিল, লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দেয়ার পায়তারার প্রতিবাদে এবং জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবীতে গতকাল (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কুলাউড়া দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজারস্থ মিলিপ্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়।
সিপিবি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম। সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফ, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, বাদস মার্কসবাদী কুলাউড়া উপজেলা শাখার সমন্বয়ক প্রশান্ত দেব ছানা, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ও ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী। সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, সহ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, উপজেলা শাখার সহ-সভাপতি সোহাগ মিয়া, সহসভাপতি ও চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার নেতা আব্দুল বাছিত মজুমদার শাহীন, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আজাদ মিয়া, কুলাউড়া পৌর শাখার যুগ্ম সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :