কমলগঞ্জে রংমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২০ অপরাহ্ন /
কমলগঞ্জে রংমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের আক্কাছ মিয়া (২২) নামের এক রংমিস্ত্রির রহস্যজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের দাবী ছেলেকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাড়ি সংলগ্ন ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে চাদর দিয়ে মাটিতে পা লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আক্কাছ মিয়া উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার বাইসাইকেল দেখতে পান। পরে আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায় একটি গাছের ডালের সঙ্গে অর্ধেক ঝুলন্ত অবস্থায় আক্কাছের লাশ দেখতে পান। তার দুই পা মাটিতে লাগানো ছিল। এ বিষয় এলাকায় জানাজানি হলে বিসয়টি চাঞ্চল্য সৃষ্টি করে। এলাকাবাসীর ধারনা করছেন এটা পরিকল্পিত হত্যাকান্ড সংঘটিত হতে পারে।
নিহত পিতা আবাছ মিয়া বলেন, তার ছেলে আক্কাছ রংমিস্ত্রীর কাজ করতেন। গত কাল রবিবার রাত ৯ টার দিকে তিনি ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয়ার আগে তার বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন মোবাইলে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিহতের মা ফাতই বেগম দাবি করেন অভিযোগ করে বলেন, তার ছেলে আক্কাছের সঙ্গে আদমপুর এলাকার একটি মেয়ের সম্পর্ক ছিল। তার মোবাইলে ওই মেয়ের ছবি ও আইডি কার্ড পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন জানান, ৯৯৯ মাধ্যমে খবর জানতে পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।