কুলাউড়ায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ১১:১৮ অপরাহ্ন /
কুলাউড়ায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক। বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জিমিউর রহমান চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মোক্তাদির হোসেন, নাজমুল বারী সোহেল ও মাহফুজ শাকিল, ওয়ারিয়ার্স অব জুলাই মৌলভীবাজার জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য আল আদনান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান ও শামীম আহমদ প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈনিক, সাংবাদিক, সামাজিকসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত ৮-১০টি নির্বাচনের মতো নয়। ওই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন। প্রধান উপদেষ্টা মহোদয় শতবছরের মধ্যে একটি চ্যালেঞ্জিং নির্বাচন বলে অ্যাখায়িত করেছেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে আমরা যদি নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে না পারি তাহলে জুলাই আন্দোলনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের আত্মা শান্তি পাবেনা।