কুলাউড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাউৎগাঁও ইউনিয়ন শাখার ২০২১-২২ সেশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় চৌধুরীবাজারে ইউনিয়ন তালামীযের সভাপতি আসিফ আহমদের সভাপতিত্বে ও সহসভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউৎগাঁও ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সহসাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ সুমন, জামিল আহমদ, সহ প্রচার সম্পাদক শামছুল ইসলাম, অর্থ সম্পাদক সাহেল আলী চৌধুরী, সহ অফিস সম্পাদক বদরুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, সহ সাধারণ সম্পাদক কাউছার আহমদ রুজেল, আমিনুল ইসলাম, কাইয়ুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসান, রুকন আহমদ, প্রচার সম্পাদক রমজান আলী, অর্থ সম্পাদক ইমাদ উদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন