ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাজ্যে বসবাসরত বৃটিশ- বাংলাদেশী বা বাংলাদেশী নাগরিকরা আনন্দ করার মতোই একটি সংবাদ হলো বৃটিশ সরকার বাংলাদেশ সহ আটটি দেশকে অবশেষে তাদের ভ্রমনের লাল তালিকা থেকে বের করেছে। বৃটিশ ট্রান্সর্পোট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস এই বিষয়টি নিশ্চিত করে বলেন এই আটটি দেশ আগামী ২২শে সেপ্টেম্বর সকাল ৪.00 ঘটিকা থেকে আর লাল তালিকার র্অন্তভুক্ত থাকবেনা। বাংলাদেশ ছাড়া এই তালিকার বাকি দেশগুলো হলো পাকিস্তান, শ্রীলংকা, ওমান, কেনিয়া, মালদ্বীপ, তুরস্ক এবং মিশর।
করোনা মহামারির শুরু হওয়ার পর সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা এক প্রকার স্থবির হয়ে পড়ে। একের পর এক ভ্রমন সংক্রান্ত শিল্পগুলো বন্ধ হতে থাকে। ঝুকি সংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে বৃটেন সারা পৃথিবীকে লাল, আম্ভার এবং সবুজ এই ৩ ভাগে বিভক্ত করে। গত প্রায় ৫ মাস থেকে বাংলাদেশ লাল অর্থাৎ ভ্রমন নিষেধাজ্ঞার তালিকায় ছিল।
বৃটিশ তথ্যসূত্রে আর ও জানা যায় খুব শীঘ্রই এই ভ্রমন বিষয়ক এই ট্রাফিক লাইট পদ্ধতি উঠে যাবে। শুধুমাত্র উচ্চঝুকিপূর্ণ দেশগুলো ভ্রমন নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এখন থেকে যারা উভয় ডোজ করোনার টিকা নিয়েছেন ভ্রমনের জন্য তাদেরকে আর ব্যয়বহুল পি সি আর টেস্ট করতে হবেনা।
মন্তব্য করুন