কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় দিনে এক বাক্ প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ ওঠার ১২ ঘন্টার ব্যবধানে মাত্র ২৫ হাজার টাকায় দফারফা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টায় কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। আর ঘটনাটি চাউর হওয়ায় ওইদিন গভীর রাতে শালিসী বিচারে অভিযুক্তের বিরুদ্ধে মাত্র ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়।
যুবতীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, যুবতীটি (৩৫) বাক্ প্রতিবন্ধী ছিল। ভুক্তভোগী যুবতীর বাবা নেই। এলাকায় মানুষের বাড়িতে কাজ করে মা-মেয়ে দিনাতিপাত করেন। মা বাড়িতে না থাকার সুযোগে রোববার প্রায় ২টায় প্রতিবেশী মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলী (৪০) যুবতীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আব্দুল আলী পালিয়ে যায়। পরে ঘটনাটি চাউর হয়।
ওই ঘটনার শালিসি বিচারক তৈয়ব আলী জানান, রাতেই স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। বৈঠকে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। তিনি আরোজানান, আব্দুল আলী তিন-চারটি বিয়েও করেছে।
অভিযুক্ত আব্দুল আলী নিজের দোষ অস্বীকার করলেও তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাদা কাগজে ১শ’ টাকার স্ট্যাম্পে যুবতী ও শালিসি বিচারকদের স্বাক্ষর রাখা হয়।
অভিযোগের ব্যাপারে আব্দুল আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকার লোকজন ঘটনাটি আমাকে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন