।।সৈয়দ উবায়দুর রহমান, সিলেট ।।
.
সরকারী নির্দেশনায় সিলেট সিটিকর্পোরেশনের ২৭ ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে আজ ৭,আগামীকাল ৮ ও পরশু ৯ সেপ্টেম্বর ‘জাতীয় কোভিড-১৯ ভেক্সিনেশন ক্যাম্পেইন ‘ এর ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৩,টা পর্যন্ত টানা তিনদিন চলবে এই ক্যাম্পেইনের কার্যক্রম।
সিলেট সিটিকর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে করোনার গণ টিকার প্রথম পর্যায়ে যে কেন্দ্রে যে তারিখে মর্ডানার প্রথম ডোজ দেওয়া হয়েছিলো, অর্থাৎ যারা গত ৭,৮ ও ৯ আগস্ট ২০২১ তারিখে মর্ডানার ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন, তাঁদের ১ম ডোজের তারিখের সাথে মিল রেখে সেপ্টেম্বরের ৭,৮,ও ৯ তারিখে স্ব স্ব কেন্দ্রে টিকার ২য় ডোজ দেওয়া হচ্ছে।
এসময় টিকাগ্রহীতাকে জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে পূর্বের দেওয়া ১ম ডোজ টিকার আইডি কার্ডের ফটেকপি সহ মূল কপি সঙ্গে আনতে হবে।
উল্লেখ্যযে, এই ধাপে নতুন করে কাউকে টিকার ১ম ডোজ দেওয়া হবেনা।
মন্তব্য করুন