নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার নির্বাহী কমিটি যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিব-কে বহিষ্কার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং জেলা আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের যৌথ নির্দেশনায় মঙ্গলবার(৬ মে) বৈষম্যবিরোধী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপত্র রাশেদা বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃংখলা পরিপন্থী কাজ, সহিংস কর্মকান্ড, মামলা বাণিজ্যসহ জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী কাজে দীর্ঘদিন ধরে জড়িত থাকার অপরাধে এনামুল হক সাকিবকে স্বীয় পদ সহ প্রাথমিক সকল সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আদর্শ বিরোধী ও দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তিকে এই সংগঠনে ঠাঁই দেওয়া হবে না। সংগঠনের প্রতিটি স্তরে শুদ্ধি, জবাবদিহি ও আদর্শের বিজয় নিশ্চিত করতেই আমরা বদ্ধপরিকর। শুদ্ধি অভিযানের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :