কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
“আমার মা আমার প্রাণ, সংসারে মা কারো বোঝা নয়, মা হোক সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক” এ স্লোগান নিয়ে কুলাউড়ায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে হাছনা-মমতাজ ফাউন্ডেশন, হাছনা-মমতাজ স্মৃতি বৃত্তি পরিষদ ও মম-ছায়া প্রকাশনীর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
শুরুতে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রচারপত্র বিলি, এএফ এম ফৌজি চৌধুরীর আমার মা আমার পৃথিবী ও আমার মায়ের চোখ বই দুটি মায়েদের উপস্থিত মায়েদের মাঝে উপহার দেওয়া হয়।
মায়ের স্মৃতিচারণ করে প্রধান অতিথি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. একলাছ মিয়া বলেন- ‘মা’ ছোট্ট একটি শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি। সৃষ্টির জন্মলগ্ন থেকে এ শব্দটি শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মাকে সংসারে বোঝা মনে না করে আপন মনে ভালোবাসা জাগিয়ে তুলে মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালন করার তাগিদ দেন। তাই একটি বিশেষ দিনে মায়ের প্রতি ভালোবাসা সীমাবদ্ধ না রেখে বছরের প্রতিটি দিন মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুম টু রিড এর মাসুম আহমেদ, প্রধান শিক্ষক মল্লিকা রাণী দেবরায় ও এ. এফ. এম. ফৌজি চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান, রাহেলা বেগম, সঞ্চিতা রানী দেব, পান্না চন্দ্র নাথ, স্বর্নালী দাস আখি, মো. আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ মায়ের পা পানি দিয়ে ধৌত করে কাপড় দিয়ে মুছে মাকে সালাম করে এবং তাদের মাকে আদর দিয়ে মায়ের মুখে মিষ্টান্ন তুলে দেয়। এ সময় বেশিরভাগ মায়েরা ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
আপনার মতামত লিখুন :