কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশন সংলগ্ন একটি লেবেল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায়
মাইক্রোবাসে থাকা শিশুসহ ৩ জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত
হয়েছেন আরো ৫ জন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি এসময় দুমড়ে মুচড়েও যায়। ঘটনায় পর পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নেরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, সিলেট থেকে বরপক্ষের হয়ে ভাটেরায় একটি বিয়ের অনুষ্ঠানে তারা আসছিলেন। হতাহতদের সবাই একই পরিবারেরবলেও জানা গেছে।
খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনাস্থলে যান। ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান,পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় কুলাউড়া জংশন ছেড়ে যায়। ভাটেরার হোসেনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো পাঁচজন।
মন্তব্য করুন