মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২১, ২:৩৪ অপরাহ্ন / ০ Views
মাধবপুরে  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।

মাধবপুর উপজেলাধীন বাঘাসুরা এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। আটক দুজন হলো- উপজেলার শাহাপুর আলীনগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মিজান মিয়া (২৯) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাধীন আশুরাইল গ্রামের সহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

গতকাল শনিবার (৬ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে র‌্যাব-৯ সিপিসি-২ কোম্পানি (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার শাহাপুর এলাকা থেকে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।