রশি দিয়ে ধরা ১০০কেজি ওজনের ‘বাঘাইড়’ মাছ বিক্রি হচ্ছে সিলেটের লালবাজারে!


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২১, ২:২৭ অপরাহ্ন /
রশি দিয়ে ধরা ১০০কেজি ওজনের ‘বাঘাইড়’ মাছ বিক্রি হচ্ছে সিলেটের লালবাজারে!

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের লালবাজারে কেজি ধরে বিক্রি হচ্ছে ১ শত কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ। রবিবার ৭ নভেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে মাছটি কাটা হয়। এরপর তালিকা অনুসারে ক্রেতাদের কাছে চাহিদা অনুসারে কেজি ধরে বিক্রি করা হচ্ছে বাঘাইড় মাছটি। শনিবার ৬ নভেম্বর রাতে সুনামগঞ্জ থেকে বিশালাকারের বাঘাইড় মাছটি লালবাজারে নিয়ে আসেন ব্যবসায়ী তোফাজ্জল মিয়া।

বিশালকারের মাছটির ওজন ১ শত কেজি। শনিবার থেকে মাছের ক্রেতারা তালিকা করেছেন। প্রতি কেজি মাছ বিক্রি করা হচ্চে ১২০০-১৫০০ টাকা করে। সুনামগঞ্জের সুরমা নদী থেকে বরশি দিয়ে মাছ ধরেন এক শিকারি। এরপর বাঘাইড় মাছের লেজে রশি বেঁধে নদীর উপরে টেনে নিয়ে আসেন তারা। কেজি ধরে মাছটি বিক্রি করে দেড় থেকে ২লাখ টাকা বিক্রি হবে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, প্রায় ২০ বছর পূর্বে এতো বড় বাঘাইড় মাছটি লালবাজারে এসেছিলো। এরপর এই প্রথম মাছটি লালবাজারে নিয়ে আসা হয়।

এদিকে, খবর পেয়ে মাছটি এক নজর দেখতে উৎসুকজনতা লালবাজারে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে বিশালাকারের মাছটির স্থির ও ভিডিওচিত্র ধারণ করে রাখেন। এছাড়া কৌতূহলবশত অনেকে মাছের দাম জেনে নিচ্ছেন। আবার উৎসুক অনেকে কেজি দরে কেনার আগ্রহ দেখাচ্ছেন।