
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চক্ষুশিবিরে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজকর্মী হিফজুর রহমান বক্স, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ডা. মোজাহের হোসেন প্রমুখ।
চক্ষু ক্যাম্পে তিন শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয় এবং ছানি অপারেশনের জন্য ৫০ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাদের বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
আপনার মতামত লিখুন :