
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বড়লেখায় ১০০ খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু।
আলোচনা সভার শেষে বিশেষ মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নির্যাতিত নেতাকর্মী ও দলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল বাছিত ও মাওলানা লুৎফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, প্রবাসী নেতা হাবিবুর রহমান, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং অন্যান্য নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন :