হবিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের মিছিল
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন /
০
হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির প্রচারে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে মিছিল হয়েছে। শনিবার(১৫ নভেম্বর) দুপুরে বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি মধ্যবাজার হয়ে উত্তরবাজারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল নেতা অলিউর রহমান জসীম।
তিনি বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক নীতিপত্র নয়-এটি রাষ্ট্রকে মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার নীলনকশা। ছাত্রদল মাঠে থাকবে, জনগণের সঙ্গে থাকবে। প্রধান অতিথি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, দেশে ন্যায়সংগত রাজনৈতিক পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠায় ৩১ দফা জরুরি। তরুণ প্রজন্মকে এই কর্মসূচি জানাতে আমরা মাঠে নেমেছি। মিছিলে সঞ্চালনা করেন চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভ।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সৈয়দ রেজু আহমেদ, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য রিয়াজ মিয়া ও সাদেক মিয়া, গাজীপুর কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল ফারহান ও সাধারণ সম্পাদক তুহিন মিয়া, আলিমুল্লাহ মাদ্রাসার সভাপতি বদরুল হাসান মাহি ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, আমুরোড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান জমাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন সাকিব মজুমদার, তোফায়েল, মনির, ফাহিম, মাহি, ওয়াজেদ, সাকিব মিয়া, কাজী নাঈম, দূর্জয়সহ ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :