
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সমাপনী আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।
লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা বেগম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবং প্রশিক্ষণার্থী আব্দুর রহমান খান। প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।
সভাশেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। প্রথম স্থান অর্জনকারী হাজীপুর ইউনিয়নের আব্দুর রহমান খান, দ্বিতীয় স্থান অর্জনকারী কর্মধা ইউনিয়নের সেলিম আহমদ এবং তৃতীয় স্থান অর্জনকারী জয়চণ্ডী ইউনিয়নের সুশান্ত কুমার দাসকে ক্রেস্ট প্রদান করা হয়। অন্যান্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :