কমলগঞ্জে অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন /
কমলগঞ্জে অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক একটি সেমিনার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ, শমশেরনগর এর উদ্যোগে ও শমশেরনগর হাসপাতাল কমিটির সহায়তায় শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ, শমশেরনগর এর সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচানা করেন দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুসলেহ উদ্দিন, পূর্ব শিংরাউলী জামে মসজিদের ইমাম বিএএফ শাহীন কলেজের শিক্ষক মাওলানা মো. শামসুজ্জামান, কেচুলুটি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সাজ্জাদুর রহমান, শমশেরগর হাসপাতাল কমিটির সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী, সহসভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ইমাম মাওলানা মবশ্বির আলী।

পবিত্র কুরআনে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া আছে। কুরআনের অনেক সুরায় অসংখ্যবার বলা হয়েছে নামাজ আদায় করা ও জাকাত প্রদান করা। যাদের উপর জাকাত ফরজ তারা নিয়মিত জাকাত আদায় করলে সম্পদ কমবে না বরং বৃদ্ধি পাবে। আর নিয়মিত সঠিকভাবে জাকাত আদায় করলে দারিদ্র্যতা কমে এক সময় জাকাত গ্রহীতারাও জাকাত দিতে শুরু করবে। ইসলামী এই ব্যবস্থা কায়েম করলে অর্থনৈতিক সমস্যা অনেকাংশে কমে যাবে।

বক্তারা শমশেরনগর হাসপাতাল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুরু থেকেই এ হাসপাতালের একটি জাকাত তহবিল রয়েছে। এ তহবিল থেকে জাকাত গ্রহণ উপযোগী অসহায় ও দরিদ্ররা নিয়মিত চিকিৎসা সেবার সহায়তা পায়। শমশেরনগর হাসপাতাল জাকাত তহবিল আরও সমৃদ্ধকরণে ও সুষ্ঠু জাকাত ব্যয়ে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ শমশেরনগর হাসপাতাল কমিটিকে সার্বিক সহায়তা করবে বলেও জানানো হয়।