কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় অভিযান চালিয়ে এসব জাল টাকা ও অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সম্মান এলাকার মোক্তাদির আলীর (৩৪) বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র মজুদের খবর পান। পরে র্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ দল রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়।
অভিযান পরিচালনার সময় মোক্তাদিরের ঘরের ওয়ারড্রব থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেশি ও ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া আসল সদৃশ ৫টি নকল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলি উদ্ধার করা হয়। এসময় মোক্তাদির আলীকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়- গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র কিনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করতো। ভিডিও কলের মাধ্যমে নকল অস্ত্র ও টাকা দেখিয়ে আসল বলে বিশ্বাস অর্জন করাতো। অনেক সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে আগাম টাকা নিয়ে প্রতারণা করতো। তিনি আরও জানান, মোক্তাদিরের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :