হবিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুলে ছাত্রের মাঝে সংঘর্ষ ॥ আহত ৫


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২১, ১২:৪৬ অপরাহ্ন / ০ Views
হবিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুলে  ছাত্রের মাঝে সংঘর্ষ ॥ আহত ৫

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥

হবিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুলের দুই দল ছাত্রের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে এ সংঘর্ষ হয়। জানা যায়, নাহিদ হাসান (২০) এর সাথে ইমরান (২১) এর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় নাহিদ হাসান, ইমরান হাসান, সবুজ খান ও আব্দুল খালেক আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।