মাহাদি হাসান, স্টাফ রিপোর্টারঃ
লন্ডনে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন এবং রোড শো এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জন্য সিলেটে আলাদা একটি ইকোনমিক জোন বরাদ্দ দেওয়া হবে। বিনিয়োগকারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন রোড শো শুরু হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে।
উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দূঢ় করার তাগিদ দেন বৃটিশ প্রধানমন্ত্রী। একই প্রত্যয়ের কথা জানান দেশটির বাণিজ্যমন্ত্রীও।
ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন এক আকর্ষণীয় স্থান।
কৃষি ছাড়াও বিদ্যুৎ পর্যটন এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে বৃটিশ বিনিয়োগকারীদের আহবান জানান শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন