নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী ২ জন শিশু রয়েছেন।
সোমবার (২৬ মে) কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ এই ১৯ জনকে বাংলাদেশে পুশইন করে। খবর পেয়ে ৫৫ বিজিবি সহকারী পরিচালক হাবিবুর রহমান চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব উপস্থিত হন ।
পুশইন হওয়া ব্যক্তিরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা জানান, প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লি থেকে তাদের আটক করে বিমানে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে জোরপূর্বক তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
পুশইন হওয়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার লোকমান হোসেন (৬৫), কিসমন বেগম (৫৪), ইসলাম মিয়া (২৬), ইসমাইল মিয়া (২৪), আফরোজা খাতুন (২৯), জেসমিন বেগম (২৩), রেশমা আক্তার (৫), কাকলি বেগম (২২), শাহজাহান মিয়া (২), নিলুফা খাতুন (১১), ফুলবাড়িয়া উপজেলার ওবায়দুর রহমান (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন আক্তার (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা বেগম (৪০), আলম মিয়া (২১ ), রবিউল মিয়া (১৪), ছখিনা বেগম (৬০), নিফা আক্তার (১৯)।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। এছাড়া, বিএসএফ-এর এই ধরনের পুশইন কার্যক্রম আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করছে বলে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আবুল মিয়া প্রশাসনকে আকুতি করেন, কানে ধরছি কোনদিন আর অবৈধভাবে কোন দেশে যাবনা খুবই কষ্ট পেয়েছি। স্ত্রী সন্তানদের নিয়ে কাম করে খাবো আল্লাহর ওয়াস্তে নিজ এলাকায় যেতে দেন বলে সহকারী কমিশনারকে মিনতি করতে দেখা যায়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবির হেফাজতে আছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও দুইজন শিশু। তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিজিবির সাথে সমন্বয়ের মাধ্যমে মানবিক কারণে উপজেলা প্রশাসন তাদের খাবার সরবরাহ করবে। ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ১৯ জনকে জিডি মুলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :