সিলেটের ওসমানীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২১, ১:০৭ পূর্বাহ্ন /
সিলেটের ওসমানীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

সিলেট প্রতিনিধিঃ

“মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্য নিয়ে সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার তাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাজপুর ফায়ার স্টেশন অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার আশরাফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসিল্যান্ড রাজীব দাশ পুরকায়স্থ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, সাংবাদিক জুবেল আহমদ সেকেল। এর পূর্বে ফায়ার ফাইটারদের পক্ষ থেকে মনোমুগ্ধকর দুর্যোগকালীন সসময়ের একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অবলোকন করেন অনুষ্ঠানে আগত অতিথিগণ।

আলোচনা শেষে তাজপুর ফায়ার ব্রিগেড অফিসে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় রক্ষিত অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শণ করা হয়।