জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই: নাছির উদ্দিন চৌধুরী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন /
জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই: নাছির উদ্দিন চৌধুরী

হাবিবুর রহমান হাবিব (সুনামগঞ্জ) থেকে:

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

​সোমবার (২৬ জানুয়ারি) সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বিকেল ৫টায় আটগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাটি ইয়ারাবাদ গ্রামে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। মাওলানা রিফাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাছির উদ্দিন চৌধুরী তৃণমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান।

​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা একরাম হুসাইন এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান।

​বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে ধানের শীষের জয়ই সাধারণ মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

​পথসভার পূর্বে নাছির উদ্দিন চৌধুরী দাউদপুর গ্রামে স্থানীয় জনসাধারণের সাথে উঠান বৈঠক করেন। এরপর পর্যায়ক্রমে বড়গাঁও গ্রাম, রাহুতলা বাজার, নিজগাঁও বাজার ও আটগাঁও গ্রামে পৃথক নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন তিনি। এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।