হবিগঞ্জে গ্যাসের দাম বেশি রাখায় জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন /
হবিগঞ্জে গ্যাসের দাম বেশি রাখায় জরিমানা

হবিগঞ্জ  প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মনতলা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

অভিযানকালে তানিম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি এবং অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মামুন হোসেন ও মিয়াব আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও অভিযানে দেখা যায়, দোকানে কোনো মূল্য তালিকা টানানো ছিল না। প্রথমে গ্যাস সিলিন্ডার মজুদের বিষয়টি অস্বীকার করলেও তল্লাশি চালিয়ে দোকান থেকে ১০০টি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়।

এ অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্য একটি টিম।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, “সাধারণ ভোক্তাদের স্বার্থরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”