কুলাউড়ায় বাবনিয়া মাদ্রাসার অধ্যক্ষের উপর হামলা : আটক ১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ন /
কুলাউড়ায় বাবনিয়া মাদ্রাসার অধ্যক্ষের উপর হামলা : আটক ১

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় এক মাদ্রাসার অধ্যক্ষের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ছাত্র-জনতা ওই হামলাকারীকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কর্মধা ইউনিয়নে বাবনিয়া-হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহসান উদ্দিন কুলাউড়া থেকে মাদ্রাসায় যাওয়ার পথে হাসিমপুর এলাকায় পৌঁছলে মৃত জলিল মিয়ার ছেলে প্রবাসী আব্দুর নূর (৩২) তার বাড়ির সামনে হঠাৎ আহসান উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে রড দিয়ে হামলা চালায়। প্রাণরক্ষায় আহসান উদ্দিন দৌড়ে সরে গেলে তাঁর মোটর সাইকেলের উপর উপুর্যোপরি আঘাত করে নুর। সুপারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাৎক্ষণিক বিষয়টি মাদ্রাসাসহ এলাকায় ছড়িয়ে পড়ে। উত্তেজিত ছাত্র-জনতা নূরকে ঘটনাস্থলে আটক করে উত্তম মধ্যম দেন। এসময় ছাত্র-জনতা নূরের বাড়ি ভাংচুর করেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রায় ৪ ঘন্টা আমঝুপ-হাসিমপুর-কবিরাজী রাস্তা অবরুদ্ধ করে রাখে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ থানায় মামলা করেছেন। বুধবার আদালতের মাধ্যমে আটক নূরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বিষয়টির যথাযথ সুরাহা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।