সুমন কর্মকার,তালা(সাতক্ষীরা) প্রতিনিধি:
তালায় নবাগত উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাসকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তালা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়,সহ-সভাপতি গোপীনাথ শীল, ফরিদ হাসান জুয়েল সাধারণ সম্পাদক আহসান ফরিদীন দ্বীপ, যুগ্ন সাধারন সম্পাদক শাওন আহ্মেদ মোড়ল, তনময় দে, সাংগঠনিক সম্পাদক মোঃ আবির, মুকুল দাশ, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শেখ তৈবুর রহমান প্রান্তসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন প্রশান্ত কুমার বিশ্বাস। চাকুরী জীবনে দায়িত্ব পালনে তিনি সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার হিসাবে সবার কাছে সুপরিচিত। তিনি অত্র উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন