কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেল ৪টি গরু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন /
কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেল ৪টি গরু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে ৪টি গরু পুড়ে মারা গেছে। হৃদয়বিদারক এই ঘটনা বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামে ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আব্দুস শহীদ।

বৃহস্পতিবার এ প্রতিবেদককে তিনি জানান, গরুর গোয়ালঘরের মশা তাড়াতে প্রতিদিন রাতে কয়েল জ্বালিয়ে রাখেন। বৃহস্পতিবার রাতেও অনুরূপভাবে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর প্রায় ৫টার দিকে আব্দুস শহীদের ঘুম ভাঙলে তিনি গোয়ালঘরে আগুন দেখতে পান। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আগুন নিয়ন্ত্রণ করা গেলেও গোয়ালে থাকা ৪টি গরু পুড়ে মারা যায়। ঘরসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।