হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন /
হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ  প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে’র রুস্তমপুর গ্রামের মোঃ শিরু মিয়ার ছেলে হেলাল মিয়া (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর বেলা মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ড সবুজবাগ গাবতলী এলাকায় ভাড়া বাসার ভিতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ হেলাল মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, হেলাল মিয়া একটি ওয়ার্কশপের শ্রমিকের কাজ করতেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন তিনি।

মাধবপুর থানা ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে লাশের পোস্টমর্টেম জন্য হবিগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানা একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।