পঞ্চগড়ের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন!


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন /
পঞ্চগড়ের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন!

মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের বর্ণিল আয়োজনে মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার ১৪ এপ্রিল সকাল ০৯.টায় বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে নতুন বছরকে স্বাগত জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসন, সাবেত আলী। পঞ্চগড়ের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু করে পঞ্চগড় শেরে-বাংলা পার্ক হয়ে পঞ্চগড় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পুলিশ সুপারসহ অতিথি বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, এসময় পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,।সমন্বয়কবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।