বানিয়াচং আইডিয়েল কলেজে পান্তা – পুটির ব্যতিক্রমী আয়োজন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৮:১০ অপরাহ্ন /
বানিয়াচং আইডিয়েল কলেজে পান্তা – পুটির ব্যতিক্রমী আয়োজন

হবিগঞ্জ প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বানিয়াচং আইডিয়েল কলেজে অনুষ্ঠিত হয়েছে পান্তা-পুঁটির এক ব্যতিক্রমী আয়োজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডহক কমিটির সভাপতি নকিব ফজলে রকিবের নির্দেশনায় এবং কলেজের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ভোজে উঠে এসেছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়া।

প্রতিবছর পহেলা বৈশাখ এলেই দেশজুড়ে পান্তা-ইলিশ খাওয়ার ধুম পড়ে। এর ফলে বাজারে ইলিশের চাহিদা বাড়ে এবং দাম চলে যায় সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ পান্তার সঙ্গে ভিন্নতর মাছ বা খাবার উপভোগ করেও বৈশাখের আনন্দকে সমানভাবে উপভোগ করা সম্ভব।

এই চিন্তা থেকেই এবারের বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বানিয়াচং আইডিয়েল কলেজ কর্তৃপক্ষ। ইলিশের পরিবর্তে পরিবেশন করা হয় স্বরপুঁটি মাছের ভাজা, আলু ভর্তা ও শুঁটকি ভর্তা—যা অতিথিসহ কলেজের সবার কাছে ভিন্ন এক আনন্দের উপলক্ষ তৈরি করে।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাকসুদা ফয়জুন্নেছা বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী নিজেদের ব্যবস্থাপনায় আমরা এই আয়োজন করেছি। পান্তার সঙ্গে ইলিশের পরিবর্তে অন্যান্য মাছ খাওয়ার অভ্যাস তৈরি হলে ইলিশের ওপর চাপ কমবে এবং একদিন তা সাধারণের নাগালে আসবে।”

অধ্যক্ষ মো. ফরিদ হুসেন বলেন, “আমরা কেবল নববর্ষ উদযাপন করিনি। ইলিশ ছাড়া পহেলা বৈশাখে ভোজনের এই আয়োজন করে দেশবাসীকে একটি বার্তা দিয়ে চেয়েছি যাতে দেশের তরুণ প্রজন্ম এবং সংস্কৃতিমনা মানুষেরা অনুপ্রাণিত হয়।

বানিয়াচং আইডিয়েল কলেজের এই আয়োজন বৈশাখ উদযাপনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।যেখানে ঐতিহ্য ও সচেতন ভাবনার মেলবন্ধন ঘটেছে।