অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে ৭৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন /
অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে ৭৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে এক গ্রাহকের ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গত বুধবার সোনালী ব্যাংক কুলাউড়া শাখার ওই গ্রাহক প্রতারণার শিকার হওয়ায় এমন ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতারক চক্র সোনালী ব্যাংক কুলাউড়া শাখার গ্রাহক তসলিমা আক্তার মুন্নিকে তার ব্যাংক অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলেন। তাদের ফাঁদে পড়ে মুঠোফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দেন তিনি। পরে তার হিসাব নম্বরে থাকা ৭৬ হাজার টাকা অ্যাপস্ হ্যাক করে নিয়ে যায় চক্রটি।

প্রতারণার বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার বেলা ১২টা ১৬ মিনিটের দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে বিদেশি একটি নম্বর দিয়ে কল করে প্রতারক চক্র। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে তার অ্যাকাউন্ট হালনাগাদ করার কথা বলে মুঠোফোনে যাওয়া ওটিপি নম্বরটি জানাতে বলেন। তিনি ওই ওটিপি তাদের জানানোর সঙ্গে সঙ্গেই তার অ্যাপস হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তিনি বিষয়টি সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।