কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের ইফতার মাহফিল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন /
কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের ইফতার মাহফিল

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাছনাা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে হাছনা হেনা বেগমের ৪০তম ও মমতাজ আলী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলাউড়া সদর ইউনিয়নের নবীপুরী বাড়িতে শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা খতমে কোরআন, বাদ আছর মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে কুলাউড়ার কবি, লেখক, কলামিস্ট ও সংগঠক এ.এফ.এম ফৌজি চৌধুরীর মায়ের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সপ্তম গ্রন্থ ‘আমার মা আমার পৃথিবী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠান সমূহে কুলাউড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।