কুলাউড়া প্রতিনিধি
তরুণ সংবাদকর্মীদের সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)’ এর সাধারণ সভায় ৩য় কাউন্সিলে সভাপতি পদে দৈনিক যুগান্তর, এসএ টিভি ও সিলেটের ডাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টুডে’র রাজনগর প্রতিনিধি মো. ফরহাদ হোসেনকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) মৌলভীবাজার শহরের একটি রেষ্টুরেন্টে প্রধান নির্বাচন কমিশনার মুনজের আহমদ চৌধুরী ও নির্বাচন কমিশনার ডা. নিজাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত প্যাডে সিএমএফ এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন (এনটিভি ইউরোপ), সহ-সভাপতি তানভীর আঞ্জুম আরিফ (ডেইলি ড্যাজলিং ডন), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নাইম (ডিবিসি নিউজ ও কালবেলা), মোহাম্মদ মুবিন খান (আমার দেশ স্পেন), সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ (ডেইলি ড্যাজলিং ডন), সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন শুভ (দৈনিক বাংলা), দপ্তর সম্পাদক শুভ গোয়ালা (সংবাদ সারাবেলা), সহ-দপ্তর সম্পাদক খোর্শেদ আলম (জুড়ীর সময় ও সংবাদ সারাবেলা), প্রচার সম্পাদক মোজাহিদুল ইসলাম (এশিয়াবিডি২৪), সহ-প্রচার সম্পাদক মাসুম বকস মাহি (মৌলভীবাজার সমাচার), অর্থ সম্পাদক অলি আহমদ মাহিন (সময়ের কণ্ঠস্বর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ হাসান (জুড়ীর সময়), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজন আহমদ (আলোকিত প্রতিদিন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবিদ হোসেন (জুড়ীর সময়), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ ছাব্বির আলী (মৌলভীবাজার টুডে), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিপন মিয়া (বাংলাদেশ সমাচার), পাঠাগার সম্পাদক কামরুল হাসান শাওন (এটিএন বাংলা ইউকে), কার্যনির্বাহী সদস্যরা হলেন, (সহ-সভাপতি পদমর্যাদায়) আশরাফ আলী (ঢাকা পোস্ট), আহমদউর রহমান ইমরান (ভোরের ডাক), এমএ কাইয়ুম (বাংলাদেশ জার্নাল) ও রুহুল আমিন রনি (দৈনিক চিত্র)।
আপনার মতামত লিখুন :