সুমন কর্মকার, তালা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রশান্ত কুমার বিশ্বাস।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় নতুন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি)এস এম তারেক সুলতান।
এর আগে তিনি শরিয়তপুর জাজিরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। চাকরি জীবনে দায়িত্ব পালনে তিনি সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার হিসাবে সবার কাছে সুপরিচিত।
মন্তব্য করুন