স্টাফ রিপোর্ট :
কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান গত ১০ই ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক শেখ এম শামীম শাহেদ এর সভাপতিত্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও সিনিয়র সহসাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, স্ক্রুটনি লিড কাউন্সিলর আব্দুল মান্নান, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর সাবিনা আক্তার, ব্যারিস্টার ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা কবি মোহাম্মদ ইকবাল, উপদেষ্টা মোঃ সুলেমান আলী সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম ও ইউনাইটেড শমসেরনগর এর আহবায়ক আমিনুল ইসলাম লিটন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সহ-সভাপতি নিয়াজ পারভেজ চৌধুরী, সিনিয়র সদস্য আজিজ আহমদ রিপন, যুগ্ম সম্পাদক কাজী আমিন রশিদ, হাসান মোরশেদ, কোষাধ্যক্ষ মোঃ ইয়াকুব আলী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আইল্যান্ড এডভাইস সেন্টারের ডাইরেক্টর ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার সেন্টারের ট্রাস্টি হাসান চৌধুরী শিপন, মিজানুর রহমান, শাহিদুর রহমান তানভীর, শাহ জামাল চৌধুরী, আজিজুল হোসেন জুবেল। সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ফয়সাল আহমেদ, মোঃ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেইন, সহ-দপ্তর সম্পাদক সাইফুল আলম চৌধুরী আলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই এর কার্যক্রম সম্পর্কে প্রজেক্টর এর সাহায্যে একটি সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করা হয়। কোষাধ্যক্ষ মো: ইয়াকুব আলী বিগত দিনের গৃহীত কার্যক্রমের হিসাব উপস্থাপন করেন। সম্মানিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে তরুন উদীয়মান লেখক ও সহ ছাত্রবিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ তার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান ইমন, সহ-আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিন আহমদ সাদেক, সাহিত্য বিষয়ক সম্পাদক নোমান আহমদ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সৌরভ আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শেখ শাহিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর খালেদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক জাফর সাদিক জামি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ্ রহমান, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল আলম চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম সায়েম, দুর্যোগ কার্যকরী নির্বাহী সদস্য নাজিমুদ্দীন রনী, রায়হান জামান খান এবং ইয়াসিন আহমেদ সহ আরো অনেক।
প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে বলেন টাওয়ার হেমলেটস সব সময় এইসব কাজের উৎসাহ প্রদান করে এবং কোন ধরনের সহায়তার সুযোগ থাকলে তা প্রদানের জন্য প্রস্তুত।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জের মানুষের কল্যাণে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন এবং কমিউনিটির উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি কার্যত কমলগঞ্জীদের এক মিলন মেলায় পরিনত হয়।
আপনার মতামত লিখুন :