মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাংলাবান্ধায় স্থলবন্দর মহাসড়ের জিরো পয়েন্ট সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তেতুলিয়া থানা পুলিশ।
বুধবার (৫ ফেব্রয়ারি) সকালে দিকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাবান্ধা ইউপি সদস্য মোঃ বুলবুল আহম্মেদ জানান, আমরা খবর পেয়ে বাংলাবান্ধা রাস্তায় সামনে ফুটপাত থেকে অজ্ঞাত (পুরুষ) ওই ব্যক্তিকে অবস্থায় উদ্ধার করি। পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি জানান, অজ্ঞাত ব্যক্তি (পুরুষ) নাম জানেন না । তবে ভারসাম্যহীন (পাগল) বাংলাবান্ধায় ছিলো। স্থানিয় সুত্র ও পুলিশ জানায় বাংলাবান্ধার ইউপি সদস্য মরদেহ দেখতে পেয়ে সকালে খবর দেন যে, তেঁতুলিয়া মডেল থানায়,পরে বাংলাবান্ধা স্থলবন্দরের সামনে মৃত ব্যক্তি পড়ে আছে। সুরতহাল প্রতিবেদন লিপিবদ্ধ পূর্বক ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল, পঞ্চগড় মর্গে প্রেরণ করা হইয়াছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা: মোঃ আশরাফুল ইসলাম দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :