নূুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বিকালে মাধবপুর বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ ও দন্ডবিধি ১৮৬০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহমেদ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাজারে মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ দ্রব্য এবং বাজারে ফুটপাথ এর উপর অবৈধভাবে বর্ধিত দোকানের অংশ অপসারণ করা ও জরিমানা আদায় করা হয়। অভিযানে ৭টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে অংশ গ্রহণ করেন স্যানিটারি ইন্সপেক্টর এবং মাধবপুর থানার এসআই কাদের সহ মাধবপুর থানা পুলিশ সহযোগী করেন।
মন্তব্য করুন