কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি ২০১৯-২০২০ ও ২০২০- ২০২১ইং অর্থ বৎসরের আওতায় ৭১২টি পরিবারে ৩৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। রোববার সকাল ১১ টায় মৃর্তিঙ্গা চা বাগান দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে ও শামীম ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, জেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, দেউন্ডি টি কোম্পানীর জিএম এস. এ. হেলালী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমেদ চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৃর্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ দেব বর্মন, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক দিপক কান্তি রায়, ইউপি সদস্য ধনা বাউরী, মাইদুর রহমান কাবুল, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল আহমেদ তরফদার, ব্যবসায়ী রাধে শ্যাম পাল প্রমুখ।
মন্তব্য করুন