সিলেট প্রতিনিধিঃ
রাগীব রাবেয়া ফাউন্ডেশন সিলেটের ৪২তম সভা ৩১ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১টায় রাগীব নগরস্থ লিডিং ইউনিভার্সিটির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
সভায় রাগীব রাবেয়া ফাউন্ডেশনের মাধ্যমে গত সভার পরবর্তী যে সকল অনুদান প্রদান করা হয়েছে তাদের অনুমোদনসহ, বিভিন্ন ট্রাস্টের বর্তমান অবস্থা, ফাউন্ডেশনের ইনকাম টেক্স বিষয়, সিপিএফ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বিষয়ে আলোচনা ও বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন- রাগীব রাবেয়া ফাউন্ডেশনের ট্রেজারার সৈয়দ আব্দুল হাই, সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেন, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য সৈয়দ রাফে হাই, মো. আক্তারুজ্জামান, সৈয়দ আব্দুল হান্নান, দেওয়ান সাকিব আহমেদ, সদস্য সচিব মেজর (অব.) শায়েখুুল হক চৌধুরী এবং আমন্ত্রিত সদস্য হিসেবে রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :