তাপস কর, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্দ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসাবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সি আর ও জি আর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জন এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে আরো একজনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে জিআর মামলায় গ্রেফতারকৃতরা হলো, মোবারক হোসেন, সজল, আজিজ আহাম্মদ ও সজল। এছাড়া
সিআর মামলায় মোঃ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে গ্রেফতার করা হয়েছে। গ্রফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। ওসি শাহ কামাল আরো জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন