নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে॥
আজমিরীগঞ্জে নির্বাচনী পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটানটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কান সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
আহত সূত্রে জানা যায়, পশ্চিম বাগ গ্রামের মহিলা সদস্য কলম মার্কার প্রার্থী সুজেলা বেগমের ভাই মো. হাদিছ মিয়া (২২) শুক্রবার সকাল ১০টায় এলাকায় পোস্টার লাগানো শুরু করে। এ সময় অপর মহিলা সদস্য তালগাছ মার্কার প্রার্থী সাফিয়া আক্তারের বাড়ির সামনে গেলে রেজেন মিয়া, রাকিব মিয়া, নাইমসহ আর ৮/১০ জন দেশিয় অস্ত্র নিয়ে হাসিদের ওপর হামলা চালিয়ে পিঠিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
মন্তব্য করুন