সুমন কর্মকার, তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
“মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” শ্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সাতক্ষীরা তালায় বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে তালা থানা পুলিশের আয়োজনে থানা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালা থানার সামনে গিয়ে সম্পন্ন হয়।
পরে থানা চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু জিহাদ ফখরুল আলম খান। এসময় বক্তব্য রাখেন তালা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যাবসায়ি ইন্দ্রজিৎ দাশ বাপী প্রমূখ।
এসময় কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেীণ পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন