নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জের মাধবপুরে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে ১২: ১৫ মিনিটের সময় মাধবপুর থানার উপ-পরিদর্শক মুকুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামার দিনেশ দাসের সেলুন দোকানের
সামনে রাস্তার ছিনতাই ঘটনায় জড়িত পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি ও লুন্ঠিত এক হাজার দুইশ টাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন- আন্দিউড়া ইউনিয়নের উভয় বার চান্দুরা গ্রামের মোঃ সাব্বির মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২২), মোঃ আব্দুল হাসেমে’র ছেলে মোঃ আব্দুর রহিম (২২),।মোঃ হেলাল মিয়ার ছেলে শাহরুক মিয়া (১৯), বহরা ইউনিয়নের মনতলা গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ বাছির মিয়া (৩০), পৌরসভার পূর্ব মাধবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে আব্দুল মিয়া (২২),।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিচারক আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন