যুক্তরাজ্য প্রতিনিধি
গত ৩রা মার্চ রবিবার বিকেল তিনটায় পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে মৌলভীবাজার উত্তরণ খেলাঘর আসরের প্রাক্তন আহ্বায়ক, প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের সহধর্মিণী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস কাউছার পারভিনকে সম্বর্ধনা দেন যুক্তরাজ্যে বসবাসরত উত্তরণ খেলাঘর আসরের প্রাক্তন নেতা কর্মীরা।
উত্তরণের প্রাক্তন নেতাকর্মীদের পক্ষে সংগঠনের প্রাক্তন চার সাধারণ সম্পাদক সাহাব আহমদ বাচ্চু, সত্যব্রত দাস স্বপন, সৈয়দ আবু কয়ছর আহমদ শাহজামান ও এ কে এম নুরুর রহিম এ সম্বর্ধনা সভার আহ্বান ও আয়োজন করেন।
সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাহাব আহমদ বাচ্চু ও পরিচালনা করেন সত্যব্রত দাস স্বপন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তরণ খেলাঘর আসরের প্রাক্তন কর্মী, বর্তমানে লন্ডনের রেডব্রীজ কাউন্সিলের মেয়র জ্যোৎস্না ইসলাম। সভার শুরুতে মিসেস কাউছার পারভিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নুরুর রহিম নোমান ও সৈয়দা তাশফিন
সভার পক্ষ থেকে সম্বর্ধিত অতিথিকে খেলাঘরের ক্রেস্ট প্রদান করেন মেয়র জোৎস্না ইসলাম।
সভায় আলোচনায় অংশ নেন মিসেস নার্গিস আহমদ, নুরুর রহিম নোমান, রবিউল হক লেনিন, ধনঞ্জয় পাল, সুপ্রভা সিদ্দীক, শোয়েব তানজীম, মনজুর উদ্দিন মুরশেদ, আব্দুল আহাদ চৌধুরী,জাহিদ ইমতিয়াজ, গোলাম মোহাম্মদ মাহমুদ, সৈয়দা তাইফা প্রশা, সৈয়দ মিজানুর রহমান সজল, এহসানুল হক সুমন, সৈয়দ জাফর ও বিজন ভট্টাচার্য।
সভায় মৌলভীবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি শাহাদাৎ হোসেনের পাঠানো শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়। বক্তারা কাউছার পারভিনের জীবন, খেলাঘর আন্দোলনে তাঁর ভূমিকা, একজন সার্বক্ষণিক কমিউনিস্ট নেতা সৈয়দ আবু জাফরের সহধর্মিণী হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন, তাঁর পরিবারকে পরিচালনা, একজন শিক্ষক এবং একজন শিক্ষক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনসহ তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনায় অংশ নিয়ে খেলাঘরের প্রাক্তন কর্মী, রেডব্রীজ কাউন্সিলের মেয়র জ্যোৎস্না ইসলাম উত্তরণ খেলাঘরের ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলেন। উত্তরণ খেলাঘরকে পুরনো দিনের মতো একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্বর্ধনার জবাবে মিসেস পারভিন তাঁর বক্তব্যে যুক্তরাজ্যে বসবাসরত উত্তরণের ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সমবেত ভাইবোনদের অনুরোধ করেন, খেলাঘর আন্দোলনকে শক্তিশালী করতে মৌলভীবাজারের উত্তরণ খেলাঘর আসরের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের মানবিক, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক গড়ে তুলতে খেলাঘর আন্দোলনকে জোরদার করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আলোচনাপর্ব শেষে বসে গানের আসর। সঙ্গীত পরিবেশন করেন মোস্তফা কামাল মিলন, মোঃ হুমায়ুন কবীর, মাহিরননেছা জান্নাত, তামান্না আহমদ ।
সম্বর্ধনা সভা খেলাঘরের ভাইবোনদের এক মিলন মেলায় পরিণত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ভাইবোনেরা এ সম্বর্ধনা সভায় যোগ দেন। সভায় মিষ্টিমুখ, পুরনো দিনের গল্প, হাসিঠাট্টা মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সভার সভাপতি সাহাব আহমদ বাচ্চু সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন