নবীগঞ্জে জেনারেটর বিস্ফোরণে পূবালী ব্যাংকে আগুন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২১, ৭:৫৭ অপরাহ্ন /
নবীগঞ্জে জেনারেটর বিস্ফোরণে পূবালী ব্যাংকে আগুন

নুরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে।।

নবীগঞ্জ পূবালী ব্যাংকের জেনারেটর বিস্ফোরণে জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, বুধবার (২৭ অক্টোবর) বেলা দুইটার দিকে নবীগঞ্জ উপজেলার রাজা কমপ্লেক্ষের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংকের জেনারেটর বিস্ফারণে চার দিকে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাংক কর্মকর্তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লক্ষ টাকার মতো হবে। ধারণা করা হচ্ছে জেনারেটর বিস্ফোরণে এই আগুণের সূত্রপাত।