কমলগঞ্জে এনটিসি পরিচালিত চা বাগানের বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২১, ৭:২৪ অপরাহ্ন /
কমলগঞ্জে এনটিসি পরিচালিত চা বাগানের বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত চা বাগানের ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষকদের উপযুক্ত মর্যাদা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলার ১০টি চা বাগানের বেসরকারি প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাবৃন্দের আয়োজনে উপজেলা চৌমুহনা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদীপ পাল, পদ্মছড়া চা বাগানের প্রধান শিক্ষক রওশন আলী, কুরমা চা বাগানের প্রধান শিক্ষক চামেলি রানী দাশ, মাধবপুর চা বাগানের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ নুনিয়া, কুরঞ্জি চা বাগানের প্রধান শিক্ষক নিপেন সাহা, পাত্রখোলা চা বাগানের হাজারিবাগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল দাশ প্রমুখ। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।